অন্য বাঁচা
দেবাশীষ সেন
দেবাশীষ সেন
হঠাৎ নিঃস্ব হয়ে
সবকিছু ফুরিয়ে
আসা -
সবকিছু ফুরিয়ে
আসা -
রক্ত ঝরা ব্যাথায়
জমাট নীরবতায়,
ভাসা।
জমাট নীরবতায়,
ভাসা।
হয়তো অন্য কিছু
চেতনার পিছুপিছু
ডাকে -
চেতনার পিছুপিছু
ডাকে -
কিংবা চোখের জলে
প্রতিচ্ছবির আড়ালে,
থাকে।
প্রতিচ্ছবির আড়ালে,
থাকে।
বুকের খাঁজে প্রতিশ্রুতি
বর্ণচোরা অনূভুতি,
ক্ষণ -
বর্ণচোরা অনূভুতি,
ক্ষণ -
অতীত সুখী একমুঠো
বানভাসি খড়কুটো
মন।
বানভাসি খড়কুটো
মন।
বিনি সুতোর অভিমানে
চুপকথারা সংগোপনে,
বাঁধা -
চুপকথারা সংগোপনে,
বাঁধা -
জীবন মানেই জোড়াতালি
অবিরাম খামখেয়ালি,
ধাঁধা।
অবিরাম খামখেয়ালি,
ধাঁধা।
নিবিড় ঘন অন্ধকারে
নির্জনতা সাড়ম্বরে,
চুপ -
নির্জনতা সাড়ম্বরে,
চুপ -
ভবিষ্যতের ভাবী অতীত
চিহ্নহারা ইঙ্গিত,
মূক।।
চিহ্নহারা ইঙ্গিত,
মূক।।
স্বগতোক্তির ব্যঞ্জনাটি স্পর্শ করে গেল বেশ ।
উত্তরমুছুন