ভোগ্যপণ্য
কিংশুক চক্রবর্তী
কিংশুক চক্রবর্তী
আমার কাপড় লুটায়ে আলপথে
আমার অন্তর্বাস পড়ে ধান ক্ষেতে
আমার রক্তাক্ত দেহ পড়ে আছে নালায়
ডেকে ছিল মোরে কুকুরের মত করে
দু’মুঠো ভাত রেখে থালায়।
আমার কাপড় লুটায়ে আলপথে
আমার অন্তর্বাস পড়ে ধানক্ষেতে
আমার উলঙ্গ, নিথর দেহ পড়ে নালায়,
তোরা চেঁচিয়ে কস… মেয়ের ছিল স্বভাব দোষ,
নিত্য নতুন নাগর ধরে পালায়।
আমার কাপড় ওড়ে নিশান যেন
বুকের ভেতর হাজার কেন?
দুঃশাসন’রা চিরকালীন…… তবে
ওরে ভণ্ড শুধাই তোরে
দেবী পূজা তবে কীসের তরে ?
মেয়েরা তো ভোগ্য…
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন