কবিতা - সৈয়দ হাসমত জালাল


ভাষা
সৈয়দ হাসমত জালাল



আমার ললাটের মাঝখানে একটি পোড়া ক্ষতচিহ্ন রয়েছে
আজন্ম তুমি বুঝতেও পারবে না  এই যে নিবিড় স্নেহস্বরে কথা বলি
দু-হাতের তালু দিয়ে ভীরু মোমশিখাটিকে আগলাতে চাই
তা- বুঝবে না দশদিক-ঘেরা পৃথিবী ছাড়িয়ে
যে নির্জন পথ চলে গেছে
সেখানে আমার জন্ম-জন্মের ভ্রমণবিহ্বলতা ডানা ঝাপটায়
আমি গৃহহারা, দলছুট, একটি নক্ষত্রের মতো
ঝরে যেতে যেতে অন্ধকারে
যে আলোটুকু লিখে যাই পারো যদি, পড়ে নিয়ো
তার ভাষার ভেতর কতটুকু ভ্রম আর কতটুকু ভালোবাসা


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন