কবিতা - অভিষেক গঙ্গোপাধ্যায়



হৈমন্তিক
অভিষেক গঙ্গোপাধ্যায়

সময়ের ঐহিক পোষাক থেকে,
ঝরে পড়ে তন্দ্রালু রাত
কোন এক মায়াবী আঁখি
পল্লবের প্রতিক্ষায় আমাদের
ছিলো দুকূল ভাসানো প্রতিজ্ঞা
আর ভালোবাসার আচ্ছাদনে
স্নিগ্ধ পর্ণকুটিরের আশ্বাস

এখন হৈমন্তিক রাত্রি ঘনায়
বিপন্নতার নিগূঢ় আশ্বাসে
তোমার কাজল কালো
চোখের ইজেলে, জ্বেলে রাখতে দাও
একটা মোমবাতি


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন