কবিতা - প্রদীপ বসু



অবুঝ মন
প্রদীপ বসু


পরাণ কান্দে,পরাণ কান্দেরে...
কূ দরিয়ায় আমি ছিলেম ভাইস্যা
শুধু তোর লেগে মোর পরাণডা বাঁইচ্যা আছে রে,আছে বাঁইচ্যা
মন তুই থাকরে আমার পরাণ মাঝে... পরাণ মাঝে
মা হইয়া তুই আইবি মোর লাইগ্যা----
বুকের মাঝেই হু হু কইরা কান্দেরে মন কান্দে,
অবুঝ হইয়া মন তুই যাইসনেরে তুই যাইসনে
আমারে ফ্যালাইয়া মন যাইসনা,
পারমুনারে মন পারুম না
মা তোর বিহনে মোর পরাণ কান্দেরে... পরাণ কান্দে
ক্যামনে তোরে বুঝাই মন ক্যামনে কান্দে...
মা আমার হিয়ার মাঝেই তুই থ্যাইকনা
আমার পরাণডা জুড়াই তোর পরশেরে তোর পরশে,
জুড়াই আমার হিয়া তোর হরষেরে তোর হরষে


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন