কবিতা - জয় শমীক সেনগুপ্ত



ইছামতী
জয় শমীক সেনগুপ্ত

তোমার নামে নাম রেখেছি নদী,
ভালোবাসার আরেকটি নাম দামাল ইছামতী
তবুও যদি স্পর্শ চেয়ে মন জোয়ারে ভাসি,
তোরই সোঁতায় ডুব দেব আর চিন্তা সর্বনাশী -
নেই তো তাতে ক্ষতি,
ভালোবেসেই ডাকবো তোকে আমার ইছামতী


1 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৭ অক্টোবর, ২০১৪ এ ৬:২৯ AM

    ভারী ল্যিরিক্যাল জয়ের এই লেখাটি।
    ছোট্ট লেখার ব্যঞ্জনা কাব্যিক,
    মন ভালো হয়ে গেল ।

    উত্তরমুছুন