কবিতাঃ সুমন মল্লিক






কবিতাঃ


আবেশ
সুমন মল্লিক


কোন এক বিলাসবহুল ফ্ল্যাটে 
হয়ত চুটিয়ে চলছে রোম্যান্স
পশ্চিমের রক্ত-আকাশে রোজ দেখি 
চাবুকের সেই ম্যাজিক দৃশ্যকাব্য
পারদ চড়ছে হুহু করে 
প্রতিদিন... প্রতিনিয়ত... 
মাফিনমনে আবার 
অত্যন্ত সাদামাটা একটা আকর্ষণের 
রিপল উঠছে
আবার স্যান্ডেলিনার আতরশরীরে 
শিল্পী হতে ইচ্ছে করছে ভীষণ ।।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন