কবিতাঃ
রাত্রিপাঠ
ব্রতী মুখোপাধ্যায়
দ্বিচিন্তার চিহ্ন নেই, ছায়াটি বলল
বলল, কোন বালিকা চাইল সরণির নাম
বলল, ঠিকানা, একের ভেতরে তের, গণহত্যাপাড়া
সামলে যাবেন, ছেঁড়াপালক, বাচ্চাদের, রক্ত লেগে আছে
তা বাদে, দুধারে কাতার দিয়ে সোনাসোনা আকাশপ্রাসাদ,
কান্নাপাথরে গড়া, পাকাপোক্ত, অসাধারণ আলোঝলমল
এই নগরীর নাম আনন্দের গুহা
ওই দেখুন আসছেন
আগে ডুম বাগে ডুম ঘোড়াডুম সাজে
নাচউঠানে মোচ্ছব
দাক্ষিণ্য
দান
বলেই ছায়াটি
দোমড়ানো মোচড়ানো দৈনিকের টুকরো হয়ে গেল
কে বলেছে দ্বি-চিন্তা নেই ?
উত্তরমুছুনদ্বি নয়,শত চিন্তা ভাসছে ।
এমন ঝড় উঠবে,
উৎসব-সামিয়ানা ছিঁড়ে যাবে সেই ঝড়ে।
ছায়া,তখন তুই কোথায় পালাবি ?
শেষের সেই দিনে সব সরণির ঋন
তোকে সূদেমূলে বুঝিয়ে দিয়ে যেতে হবে !
খুব ভালো লাগল।অপূর্ব ! ছায়া এখানে --দৈনন্দিন যে বীভৎস ঘটনার সাক্ষী
উত্তরমুছুন