কবিতাঃ
সে আসছে
ডঃ সুজাতা ঘোষ
একটু ছোট্ট আশা – আমার ভালোবাসা – অঙ্কুর
সাদা – গোলাপী ভ্রুণ !
বার বার – কতবার কতভাবে লালন করেছি গহ্বরে।
হয়তো আজ, হয়তো এই সন্ধিক্ষণে
বেড়ে উঠবে – বেড়ে উঠবে – বেড়ে উঠবে –
একবার – শুধু একবার দেখতে চায়, এই দুচোখ ভরে
রং বদল হওয়া আশার পাত খানি।
এও কি সম্ভব?
আমি কি পারি আমার নতুন স্বত্বা তৈরি করতে?
জীবিত কালে তাঁকে ছুঁয়ে দেখতে?
লাল কাপড়ে মোরা সাদা কুলফি, একটু নেশা ধরানোর
সাদা পুরিয়া আর তার সাথে শুরু হওয়া বুকের ধুকপুকানি –
জোরে খুব জোরে শব্দ করতে করতে যে কোন
মূহুর্তে থমকে যাওয়া লাল অনুভুতি –
আমি হাতের পাতা দুটো পায়ের পাতার উপর রেখে
জোরে আরও জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছি।
আচ্ছা, এমন কি হয় না – পুরো বরফে ডোবানো
সিদ্ধির পুরভরা কুলফি, সূর্যের নীচে দাঁড়িয়ে চড়া
সানব্লক ক্রিম লাগিয়ে রাখা গোলাপি শরীরের
আনাচে কানাচে ঘুড়ে বেড়াচ্ছি আর তাপ নিংড়ে নিচ্ছি?
সে আসছে! সে আসছে – সে আসছে
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন