কবিতাঃ
তুমি কি অতিক্রান্ত কিছু বলেছিলে
কচি রেজা (বাংলাদেশ)
কীভাবে যে সমাধিস্থ হই, ঠিকানা রাখি নি গড়িয়ে যাবার
বাইরে বৃষ্টির শ্লোক এই-শ্লোক হরিণের কন্ঠস্বর, প্রতিফোঁটায়
জন্ম নিচ্ছে দূর্বিনীত শিশু, মৃত্যুও কী ভিজছে জ্বরশুদ্ধ
লুকোচ্ছি জন্মের ওড়া, গত জীবনের শিকারের দাগ, ব্যর্থ হবার
আগে আমারও উচিৎ ছিল ফুরিয়ে যাওয়া, অনেক দিন ভিজে
বালু হয়ে উঠেছে দীর্ঘশ্বাস এখন কী অসুস্থতা ঘষে ঘনিয়ে উঠব
আর মুছতে পারব আয়ু, অর্ধেক বিকেল অথবা পিতৃশোক
তুমি কী অতিক্রান্ত কিছু বলেছিলে, তোমাকে ভালোবাসবার আগে
সবই ছিল খসড়া আর আমিতো জিগেস করি নি বৃদ্ধ পোকাদের
বয়স, জানি, মৃত্যুর পৃষ্ঠায় আমারও কাটাকুটি, জগত কী
আটকে রাখা যায়, জগত কী অসামান্য ঘন ?
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন