ঘুরছে হৃদয়
মিজান ভূঁইয়া (বাংলাদেশ)
সেই অসুখের রাতে দুধসিক্ত
বিছানায়
তোমার পালক আমি
চুপিচুপি ছুঁয়েছি
তোমার শাড়ী থেকে অস্ত গেলে
সূর্য
সর্প দংশনের বিষ নেমে
যায় পায়ের দিকে
আমি চুপচাপ চেয়ে দেখলাম মাছের
জাল দিয়ে
আকাশ টানছে চাষী
মাঠের মহাশূন্য মেনে
নিয়ে
খুলে দিয়েছি দক্ষিণের জানালা
তখন দূরে দূরে ঘুরছে হৃদয়।
dhonnybad chilekotha....
উত্তরমুছুনমাঠের মহাশূন্য মেনে
উত্তরমুছুননিয়ে
খুলে দিয়েছি দক্ষিণের জানালা
তখন দূরে দূরে ঘুরছে হৃদয়।...অসাধারন
সেই অসুখের রাতে দুধসিক্ত
উত্তরমুছুনবিছানায়
তোমার পালক আমি
চুপিচুপি ছুঁয়েছি ...অসাধারন মিজান ভূইয়া
besh!
উত্তরমুছুন