কবিতাঃ
সফদার হাসমি
শ্রীতোষ
তোমায় দেখতে পাই ।
যখন লিখি কবিতা,
যখন গাই গান,
যখন নাটক করি,
তোমায় দেখতে পাই।
সহস্র মানুষের প্রতিবাদী কণ্ঠস্বরে -
লাখো মানুষের মিছিলে -
অনাহারী কৃষকের ঝুলন্ত দেহের
সামনে কাঁদতে থাকা বাবার মুখে -
ভুখা শ্রমিক শিশুর চোখে -
তোমায় দেখতে পাই।
যখন নাটক করি -
আমার কণ্ঠ হতে উচ্চারিত প্রতিটি শব্দে
তোমার কণ্ঠ শুনতে পাই
“হল্লা বোল” “হল্লা বোল”।
প্রতিবাদী মানুষের সেই ডাক শুনতে পাই
তোমায় দেখতে পাই -
তোমার কণ্ঠ শুনতে পাই
সফদার – আজও তোমায় দেখতে পাই।
স্বচ্ছ সুন্দর এক কবিতা।
উত্তরমুছুন