কবিতাঃ
মায়া
সৈয়দ হাসমত জালাল
দিনান্তের অন্ধকার, ভাঙা ডিম আর সাপেদের চলাচল থেকে স্বল্প দূরেই
আমাদের অগোচরে যে বিভাময় অঙ্কুর উদ্গত হোল
তারই নাম প্রেম?
তখন শুক্লপক্ষের আকাশে উঁকি দিচ্ছিল
একটা রুপোর বর্ণ চাঁদ
অঝোর বৃষ্টি মাথায় নিয়ে একদিন
আমরা ঘুরেছি কতো দিক ও দিগন্তে
উত্তর থেকে দক্ষিণে, পূর্বে ও পশ্চিমে
সম্পূর্ণ করেছি সেই চিহ্নহীন অন্তহীন একটি বৃত্ত
যার পরিধি বুঝি নিরবধিকাল...
আমরা বলেছি কথা অবিরল জলের কলস্বরে
তারও গভীরে যে নৈঃশব্দ্য দুলছিল
অপরূপ মুক্তোমালার মতো
সেইখান থেকে এক মধুর বিষন্ন আলো
বেজে উঠছিল দিনান্তের আবিশ্ব অন্ধকারে
তাকে যদি প্রেম বলি
তুমি তবে সেই উদ্গত মায়া, যাকে ছাড়া অপূর্ণ থেকে যায় আমার স্বদেশ
সুন্দর কবিতাটি ।
উত্তরমুছুনভাল লাগল পড়ে
জালালদা , তোমার কিছু লেখা পড়ার সৌভাগ্য আমার আছে । "মায়া " তোমার কবিতার আকাশে "একটা রুপোর বর্ণ চাঁদ"
উত্তরমুছুন