কবিতাঃ
শূন্য সময় পল
দেবাশিষ সেন
মুহূর্ত জালে মুহূর্ত বাঁধা -
মুহূর্ত বানভাসি নদী,
এলোমেলো মনে মুহূর্তই ধাঁধা
করপুটে ধরি যদি।
মুহূর্তের ভাষা মুহূর্তে কথাহীন -
মুহূর্ত নিছকই শব্দ,
পুলকের মুহূর্ত অনুপলে মলিন
আমাকে করে জব্দ।
মুহূর্তের নিয়ম মুহূর্তেই সৃষ্টি
মুহূর্ত শূন্যের প্রতিফল,
যুগান্তরের মুহূর্তে ব্যাকুল দৃষ্টি
ভাঙে নিয়মের আগল।
মুহূর্ত স্তব্ধ মুহূর্তের ইতিহাসে -
মুহূর্ত ভাঙ্গাচোরা স্মৃতি,
জমাট বাঁধা মুহূর্ত অট্টহাসে
নীরবতা চায় ইতিউতি।
মুহূর্তের আকাশে মুহূর্ত মাটি –
মুহূর্ত কালান্তরে বন্দি,
বিষাদের মুহূর্তে অভিমান পরিপাটি
আলগোছে করে সন্ধি।
মুহূর্ত রয় মুহূর্তের ঘেরাটোপে -
মুহূর্তের অলিখিত শর্তে,
শতাব্দী ধ্বংস মুহূর্তেরই পাপে
আমার বাঁচা মুহূর্তে।।
সব অঙ্কের শেষে মূহূর্তই থাকে
উত্তরমুছুনশেষ মূহূর্তের হিসেব সেই মূহূর্তই রাখে।
মুহূর্তের লেখাজোখা সব মুহূর্তেরই ঘেরাটোপে বন্দী,
মুছুনমুহূর্তের শান্তির দূত, মুহূর্তই আঁটে যুদ্ধের ফন্দি।