কবিতাঃ তনুশ্রী চক্রবর্ত্তী





কবিতাঃ


স্বপ্নরঙীন
তনুশ্রী চক্রবর্ত্তী


ভালবাসার রঙটা কেমন দেখেছে কি তা কেউ ?
রূপটি কি তার সিন্ধুতীরের আছড়ে পড়া ঢেউ ?
তেজ বুঝি তার গ্রীষ্মদুপুর প্রখর সূর্য সম -
নাকি ও সেই রাখালবালক, রাধার প্রিয়তম ?

ফাগুন আসে, কোকিল ডাকে লুকিয়ে গাছের ফাঁকে,
যায় যে রাধা জল আনতে কলসী নিয়ে কাঁখে ;
এতো ভালবেসেও তবু কলঙ্কিনী রাই –
আজকে তবে কলিযুগে রাতুল কোথা পাই ?

ষোড়শ গোপিনী যতই থাকুক, সে তো তবু নর –
রাধা নারী দোষ যে তার - আছে আয়ান বর !
যমুনাতীরে কদমগাছে বাজলো মোহন বাঁশি ,
অপাঙ্গে তাকায় যত লোকে, মুখে মৃদু হাসি ।

ওই বাঁশি যে পাগল করে হৃদয়ে তোলে ঢেউ –
লাজে মরে রাইকিশোরী বোঝেনা তো সেও ।
কেষ্টঠাকুর বংশীবদন চুরি করেন মন ,
সেই সেদিনের মিঠে সুর আজকে টেলিফোন ।

মধ্যরাতে চলেন তিনি গোপন অভিসারে ,
বুকে হাজার মাদল বাজে দেখবে কখন তারে !
সারাদিনের কাজের শেষে একটু রাতে দেখা ,
সাক্ষী থাকে ল্যাপটপ আর রাতটা নীরব একা ।

সেদিন ছিল ভয় সমাজের, ছিল লোকলজ্জা 
আজকে সবই নেহাত মজা , মিথ্যামগন মজ্জা ।


1 মতামত:

  1. দেবাশীষ সেন, জামশেদপুর৫ মে, ২০১৪ এ ৬:৪৪ PM

    তনুশ্রী চক্রবর্তীর প্রত্যেকটি কবিতার মধ্যে আর একটি অন্তর্নিহিত কবিতা থাকে, কবিতার সার আর যথার্থতা সেখানে। স্বপ্নরঙিন কবিতা পড়ে ওনাকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই, এমন একটি সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

    উত্তরমুছুন