ছড়াঃ শঙ্কর বন্দ্যোপাধ্যায়















ছড়াঃ


নাই মামা – কানা মামা 
শঙ্কর বন্দ্যোপাধ্যায় 



নাই মামা বলেছিল – ‘কানা বড় কালো’
কানা মামা বলেছিল – ‘নাই নয় ভালো’

কানা বলে – ‘নাই, তোর বৃথা রেষারেষি
চেয়ে দেখ আমাকেই ভালবাসে বেশী’

নাই বলে – ‘চোপ রও, পাজি বদমাশ
তোর মতো মামা যার, তাদের বিশ্বাস
এর থেকে মামা-টামা না থাকাই ভালো
কানা ব্যাটা চিরদিন জীবন জ্বালালো’ ।

পথ দিয়ে হেঁটে যায় দিগম্বর লালা
চোখে কিছু কম দেখে, কানে কিছু কালা
তিনকুড়ি-সাত হল বয়েস তাঁহার
ডাল-ভাত রোচে নাকো তর্কই আহার
দ্বন্দ্বের গন্ধেতে মন উচাটন
কানদুটি খাড়া, কানা চোখ বন্‌বন্‌

কানা-মামা জাতভাই তাকে পাড়ে গাল
কে বা এই অর্বাচীন, কে এই বাচাল ?!
দেখা যাক কার কত বাক্যের জোর
ঝাঁপিয়ে পড়লো বুড়ো নাই’এর উপর ।

‘কোন মুখে বলো খোকা, কানা নয় ভালো
কানা হোক, খোঁড়া হোক, তবু মামা বলো
মামা সিঁড়ি, মামা গাড়ি, মামাই ইঞ্জিন
তেজী ঘোড়া খোঁড়া হয়, যদি মামাহীন
মামা স্বর্গ, মামা ধর্ম, মামাই পরম
দুনিয়া নিয়েছে চিনে মামার ধরম
মামাই মুরুব্বী জেনো, মামা সারাৎসার
চেয়ে দেখো, চতুর্দিকে মামা-কালচার
নেই তাই জান না হে মামার ক্ষমতা
অগতির গতি মামা, এ যুগের ত্রাতা’ ।

নাই বলে – ‘নেই তাই মাথা উঁচু বাঁচা
মামাগিরি ঠিকাদার, তোরা পরগাছা’ ।


1 মতামত: