কবিতাঃ ইসহাক জাভেদ






কবিতাঃ


তুমি
ইসহাক জাভেদ 



প্রেম কারে কয় আমি তা জানি না, ভালোবাসা কি তা আমি বুঝি না।
গভীর রাত্রে , নিদ্রার মাঝে তোমাকে দেখতে পাই।
ঘুম থেকে উঠে দেখি পাশে তুমি বসে, তবু কাছে তুমি নাই।

দিনের প্রান্তে কোলাহল মাঝে যে ডাক শুনিতে পাই,
মনে হয় যেন কে যেন আমায় ডেকে সারা হয়ে যাই।
জানি না কেন মনে হয় মোর পাশে থেকে সে কাছে নাই।

ক্লান্ত বুকে কিংবা সুখে, তোমাকে খুঁজে পাই।
মনে হয় যেন তুমি আছ মোর হৃদয়ও আঙ্গিনায়।
কোলকাতা থেকে ফিরে এসে আমি তোমাকে দেখিতে যাই।
জানি না কেন মনে হয় মোর কাছে তে তুমি নাই।

মনের আঙ্গিনাই ঢেউ তুলে তুমি নিয়েছ যে বিদায়
কিন্তু আমি আজও আছি বসে তোমাকে পাবার আশায়।
জানি যে তুমি ফিরিবে না, আর মোর মনের আঙ্গিনায়, তবু আজও মোর;

মনে হয় যেন কাছে থেকে পাশে নাই।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন