দুঃসময়
অনুপম দাশশর্মা
এ দুঃসময় শুধু নারকীয় হত্যায় থিতু নয়
অনুভূতিহীন নির্দায় গড্ডালিকার প্রবাহেও নয়
এই দুঃসময় ছেয়ে আছে শিশিরবিহীন কুয়াশা বুকে।
প্রতিদিন ফাঁকা মাঠ খোলা আকাশে
শুভ্র বলাকা খোঁজে,
ব্যস্ত রাজপথ, পেট চাপা ভিখারির কান্না
মিলিয়ে যায় ধুলোর চাদরে।
চড়ুইভাতি করে সন্ধ্যায় বাড়ি ফেরে রংচটা ধর্না
'বেশ আছি' যারা হাবেভাবে বোঝায়..
এ সমাজ তাদের যেন অখন্ড জমি।
অপেক্ষা প্রতিধ্বনিত হয় গেরুয়া সকালে
কে বলতে পারে কথা বলে উঠবে না
মৃত জ্যোৎস্নার কবরস্থ মমি !
এ দুঃসময় শুধু নারকীয় হত্যায় থিতু নয়
অনুভূতিহীন নির্দায় গড্ডালিকার প্রবাহেও নয়
এই দুঃসময় ছেয়ে আছে শিশিরবিহীন কুয়াশা বুকে।
প্রতিদিন ফাঁকা মাঠ খোলা আকাশে
শুভ্র বলাকা খোঁজে,
ব্যস্ত রাজপথ, পেট চাপা ভিখারির কান্না
মিলিয়ে যায় ধুলোর চাদরে।
চড়ুইভাতি করে সন্ধ্যায় বাড়ি ফেরে রংচটা ধর্না
'বেশ আছি' যারা হাবেভাবে বোঝায়..
এ সমাজ তাদের যেন অখন্ড জমি।
অপেক্ষা প্রতিধ্বনিত হয় গেরুয়া সকালে
কে বলতে পারে কথা বলে উঠবে না
মৃত জ্যোৎস্নার কবরস্থ মমি !
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন