কবিতা - শঙ্কর বন্দ্যোপাধ্যায়



আকাঙ্খা
শঙ্কর বন্দ্যোপাধ্যায়

আমায় একটু বৃষ্টি দাও, একটুখানি আলো
আমায় একটু আকাশ দাও, তারায় ঝলোমলো
 আমায় একটু উঠোন দাও, পিঁড়িটা বড় একা
আমায় কিছু স্বপ্ন দাও সঙ্গোপনে দেখা
 আমায় কিছু রক্তরাঙা গোলাপ এনে দাও
 আমায় দিও নাছোড়বান্দা আজন্ম ভরসাও
 আমায় দাও ভোরের বাতাস, এক-দু মুঠো ভাত
আমায় দাও পূর্ণিমার কিরণসম্পাত
 আমায় দিও বাঁচার লোভ আস্থাভরা হাতে
আমায় দাও দৃপ্ত সুর ক্ষিপ্ত মধুরাতে
আমায় দাও ভরা কোটাল, ছড়িয়ে দিই পথে
 আমায় একটু লজ্জা দাও বাঁচব কোনোমতে
আমায় কিছু বিছন দাও, নতুন ফসল চাই
আমায় একটু আগুন দাও দুচোখ ভরে খাই
 আমায় একটা কলম দিও, নিবের তরবারি
আমায় একটু অহং দাও, মাথা তুলতে পারি
আমায় একটু শক্তি দাও দুঃখ সয়ে নিতে
আমায় কিছু বন্ধু দাও আজান আরতিতে
আমায় একটা জীবন দাও মানুষ সবটাই
আমায় একটু সুযোগ দিও উজাড় হতে চাই


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন