সম্পাদকীয় - ফেব্রুয়ারী ২০১৬
বইমেলাতে জানি অসংখ্য পত্রিকা প্রকাশ হয়। বেশ তো। তারই
সঙ্গে প্রকাশ হোক চিলেকোঠা ওয়েবজিন। চিলেকোঠার আগের সম্পাদকীয় ঘিরে যে আলোচনা
হয়েছিল, তা থেকেই বোঝা যায়, আমাদের শুরুয়াৎ ভালোই। এবার পাশে পাশে থেকে এগিয়ে চলা।
শীত এবার তেমন আশা পূরণ করল না বাঙালির। সব তো সমান যায় না।
কিন্তু চিন্তা, আগত গ্রীষ্মের চড়া ভ্রূকুটি না সহ্য করতে হয়। অবশ্য, মানুষ নিজেই
তো তার ধ্বংসের বীজ বুনে চলেছে প্রজন্মের পর প্রজন্মে, এবং সব জেনেশুনেও, আজও।
ফেসবুকে কত অদ্ভুত রঙ্গ-ব্যঙ্গ-তামাশার ছবিছাবা চোখে পড়ে।
একটা বেশ লাগলো তার মধ্যে, পোস্টারে লেখা, পরিবেশ বাঁচাতে চাইলে লেখকেরা কলম ত্যাগ
করুন, ছাপাখানা চলবে না, কাগজের দরকার ফুরোবে, গাছ কাটা হবে না আর...
কী সহজ যুক্তি। তাই না?
যিনি বানিয়েছেন এই পোস্টার, হায় রে, হয়তো শোনেননি আমাদের
মতো ওয়েবজিন বা ব্লগে, অনলাইনে লেখালিখির কথাবার্তা।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন