নিদ্রাহারা
গৌতম সেন
গৌতম সেন
রাতের কবিতা অনেকটা
অপরাধের মত এক অন্ধকার জগত
নিদ্রার ঘেরাটোপে নিজেকে
বাঁচিয়ে রাখি, খুঁজি
নিরাপদ জাগরণ
আবার নতুন এক আলোময় সকালের
উৎসবে।
আগামী সকালের শিশিরের মত
ঘাসের আকাশমুখী ডগায় জড়ো হয়
আশা
সে চাতকের পিপাসা – সে
নিরন্তর ভালবাসা।
দূর্ভেদ্য অন্ধকার আঘাত করে, খেলা
করে নিষ্করুণ উল্লাস
ব্যথা, দুঃখ, কাতরতা
যেখানে ভিড় করে,
রাতের কালো কালো মুখ বিকৃত
চিৎকারে
খেলা করে, চরিতার্থ
করে ভয়াল এক উদ্দাম বাসনা।
টের পাই সেই সব রাতের
দৌরাত্ম,
নিশি যেদিন বড় নির্দয়ভাবে
কেড়ে নেয় আমার বিশ্রাম
অসুখ আসে চুপিসাড়ে, আমি
একা নিদ্রাহারা।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন