ধার্মিক
জয় ভট্টাচার্য
রবিবারের আকাশ কৃষ্ণবর্ণ ধারণ করলেই ভাসমান তরলে মিশে যায় সোনালি রং। পান
করার আগে বা পরেও রঙের তারতম্য দেখা যায় চোখে, ঠোঁটে, শরীরে, মনে। আমার
চোখ যখন ভ্রমণ পিপাসু, ঠোঁট তখন অশ্বমেধের ঘোড়া ! খামখেয়ালী শরীরের ঘুম
ভাঙ্গলেই, তোমার শুচিবায়ুগ্রস্থ মন দাপুটে ঝড়ের আঘাতে হিমশিম হিমশিম...
বিগত ঘামের দিনগুলো শীত গ্রীষ্ম মানতে চায়নি। তোমার দেরাজে লুকনো আমার
প্রেমপত্রগুলো আমিষ হলেও আমি চিরদিনই তোমার নিরামিষাশী পোষ্য। তোমার
গোঁসা সমৃদ্ধ অভিমান আর সেলফি মিশ্রিত প্রেম আমি ঝালে ঝোলে অম্বলে অনেক
খেয়েছি। পান করেছি সোনালি তরলে - আমার শোবার ঘরে, বসবার ঘরে, এমনকী
স্নান-ঘরেও।
দক্ষিণা পাইনি বলে আমার কোন অনুশোচনা হয় না। কেননা, তাতে আমার কোনো আফশোস
নেই। নিষ্ঠা ভরে মন্ত্রোচ্চারণেও তৃপ্তি আছে। আর আছে- 'আত্মশ্লাঘা'!
করার আগে বা পরেও রঙের তারতম্য দেখা যায় চোখে, ঠোঁটে, শরীরে, মনে। আমার
চোখ যখন ভ্রমণ পিপাসু, ঠোঁট তখন অশ্বমেধের ঘোড়া ! খামখেয়ালী শরীরের ঘুম
ভাঙ্গলেই, তোমার শুচিবায়ুগ্রস্থ মন দাপুটে ঝড়ের আঘাতে হিমশিম হিমশিম...
বিগত ঘামের দিনগুলো শীত গ্রীষ্ম মানতে চায়নি। তোমার দেরাজে লুকনো আমার
প্রেমপত্রগুলো আমিষ হলেও আমি চিরদিনই তোমার নিরামিষাশী পোষ্য। তোমার
গোঁসা সমৃদ্ধ অভিমান আর সেলফি মিশ্রিত প্রেম আমি ঝালে ঝোলে অম্বলে অনেক
খেয়েছি। পান করেছি সোনালি তরলে - আমার শোবার ঘরে, বসবার ঘরে, এমনকী
স্নান-ঘরেও।
দক্ষিণা পাইনি বলে আমার কোন অনুশোচনা হয় না। কেননা, তাতে আমার কোনো আফশোস
নেই। নিষ্ঠা ভরে মন্ত্রোচ্চারণেও তৃপ্তি আছে। আর আছে- 'আত্মশ্লাঘা'!
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন