মূক অভিনেতা হয়ে দেখি
পলাশ কুমার পাল
রঙ-তুলি নাই;
অন্ধঘর।
ছবিটা এখনো দেয়ালে-
মাকড়সার জালে যাপন,
ফ্রেমে সুখ মৃদু হেসে
তিলতিল করে মৃত্যু বুনে যায়...
হাসি-আলো নাই;
জীর্ণঘর।
ঈশ্বরের পট ঝোলে দেয়ালে-
সিঁদুরের টিপে চাপা কপাল,
তবু সদা হাসি ঠোঁটে চোখে
আঙুলের ডগ জীবনকে পিষে যায়...
মূক অভিনয়ে
বারবার আয়না দেখি,
ভূমিকাতেই ভাষা দেউলিয়া হয়-
ফাটা কাঁচে খণ্ডিত নিজেই।
বিকৃত প্রতিকৃতিতে অস্তিত্ত্বের নির্যাস
খুঁড়িয়ে হাঁটে..
পলাশ কুমার পাল
রঙ-তুলি নাই;
অন্ধঘর।
ছবিটা এখনো দেয়ালে-
মাকড়সার জালে যাপন,
ফ্রেমে সুখ মৃদু হেসে
তিলতিল করে মৃত্যু বুনে যায়...
হাসি-আলো নাই;
জীর্ণঘর।
ঈশ্বরের পট ঝোলে দেয়ালে-
সিঁদুরের টিপে চাপা কপাল,
তবু সদা হাসি ঠোঁটে চোখে
আঙুলের ডগ জীবনকে পিষে যায়...
মূক অভিনয়ে
বারবার আয়না দেখি,
ভূমিকাতেই ভাষা দেউলিয়া হয়-
ফাটা কাঁচে খণ্ডিত নিজেই।
বিকৃত প্রতিকৃতিতে অস্তিত্ত্বের নির্যাস
খুঁড়িয়ে হাঁটে..
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন