আত্মমেহন ও সোমত্ত সকালের কথা
শমীক জয়
সেনগুপ্ত
ঘুম ভেঙে গেলে খুব ভোরে
আমাকে আঁকড়ে ধরে প্রগাঢ় আলসেমি
নিকোটিনে ভোর আসে কুয়াশার চাদর সরিয়ে।
প্রতিটি পিরিত জানে পীড়িতের মর্মদহন!
আকাশের ফিলটারে জ্বলে ওঠা পোড়া বিবস্বান
আত্মমেহতে তুমি পুড়ো,
ফাউয়ে পাওয়া বারো চাটা কামদেব খুঁজো-
আসমানি ফিলটারে ও মন টেনে হ্রাসপ্রাপ্ত হবে।
আবক্ষ নিকোটিন,
আমাদের কবোষ্ণ সকাল
কুয়াশা সরিয়ে দিয়ে ধোঁয়া মেঘে
আকাশটা ভরে দিয়ে যাবে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন