কবিতাঃ
স্বপ্ন একান্তরী
উৎপল ত্রিবেদী
কিছু সময় হারিয়ে যায়
মধ্যেখানে নদী
কিছু সময় স্বপ্ন দেখা
পেরিয়ে যায় যদি!
কিছু সময় মানুষ যদি
অভিমানের হাঁটে
বাতাস যদি রমনীটির
ধোয়া শাড়ির পাটে!
কিছুটা পথ নদীর সাথে
কিছুটা পথ হাঁটা
কয়েক দিন মেঘের কাছে
কয়েক দিন ঠা-ঠা
রোদের মধ্যে দৌড়ে এসে
শীতের দেশে বাড়ি
বাতাস জুড়ে খেলা সাগর
স্বপ্ন একান্তরী।
স্বপ্ন এখন নদীর কাছে
স্বপ্ন অধোগামী
ডাকলে নদী হাত বাড়িয়ে
মাটির কাছে আমি।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন