কবিতাঃ
অসুস্থ চাঁদ
মিজান ভূইয়া (বাংলাদেশ)
কাছের শহর
চোখে
জল নিয়ে আরো কাছে আসে
আমি আঙ্গুল দিয়ে ছুঁয়ে আনি
সূর্য।
শিলাবৃষ্টি হয়
ছায়া দরকারে স্থাপন করি পাথর
হলুদ মশারী
জানালা খুলে তোমার শ্বাসকষ্ট
পাহারা দেই
রাত জাগি
তখন নদীবুকে অসুস্থ চাঁদ, আর
দূরে গিয়ে ঘুরে
তাকায়
কালো কালো আলো!
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন