কবিতাঃ ব্রতী মুখোপাধ্যায়







কবিতাঃ


নিজের ছাল নিজে ছাড়াই
ব্রতী মুখোপাধ্যায়



ছিল না কিছুই, লড়েছিল, জানকবুল 
ঝোলার ভেতর বোরোলিন, বডিলোশনবিলাস, রোদচশমায় সাজানোচোখ
দেখে
বলার কি আর থাকে 
যদি সে আজ বলে, বিদেয় হও, বিদেয় হও, ঠাকুর!



পাকাপোক্ত গহ্বর বেশ
দ্বেষ নেই, ভালোবাসাও নেই
বাসমতী চাল, দুই কক্ষ এসি
গুলির শব্দ বাইরের দেয়াল অব্দিও, না, আসে না



আঘাটায় আটকে গেছে নৌকা
পুরনো পথ পছন্দের ছিল, চিনতে চিনতে ছানি
চোখে
স্বপ্ন ছিল প্রত্যয় হয় ?



সন্ধে সামনে, দলছুট বক, ছিটেফোঁটাও রোদ্দুর নেই
অস্ত্র, আস্তিনের নিচে
অন্ধকারের



অবশেষে নতুন দেবতা, সব তার ভালো
মোজার গন্ধ, বগলের ঘাম
স্বদেশের আকাশ মাটির দিকে চেয়ে
ভাঁজ ভ্রূপল্লবে



নিজের ছাল নিজেই ছাড়াই
নুন ছিটোই
অল্প অল্প অল্প অল্প অল্প অল্প
নতুন ঘোড়ার পায়ের শব্দ পাহাড়বনে যদি কেউ শোনে


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন