কবিতাঃ সিয়ামুল হায়াত সৈকত (বাংলাদেশ)



কবিতাঃ

চাঁদ ছুড়তেই রাত হও
সিয়ামুল হায়াত সৈকত (বাংলাদেশ)



সুপারির গা বেয়ে নেমে যায় অস্পৃশ্য বেদুইন
তাল-তমালের হাতে খুন হয় ছুটন্ত হাওয়ার দল
মেঘেদের হুটোপুটির অসস্তিতে লুকনো নক্ষত্র
যাই যাই করে দ্বিধায় ফোটেনি তারাগুলির ঝাঁক!

এরপর সকালের অপেক্ষা -

মেঘেরা দৃঢ় হয়ে চাঁদটুকুর পথ আগলে আছে
হাই তুলে ক্লান্ত ওপাশের ভালো রাতগুলি।

এরপর পিছু ছাড়ার অপেক্ষা -

ইচ্ছের বিপরীতে ধূম্রদহন বুকের পিত্তপাথর গলিয়ে ভাজ কেটে দিচ্ছে সত্যির !

থাক না রাতই। এভাবেই।
আমি যে অপেক্ষায় কাটাতে পারি দীর্ঘশ্বাস।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন