মুক্ত গদ্যঃ
প্রকৃতির মহিমা
ইন্দ্রাণী সরকার
অন্ধকার রাতে আকাশের রঙ বদলায় | ঘন নীল ভূমধ্যসাগরীয় আকাশ রঙ বদলে প্রজাপতি কালো হতে থাকে | রূপালী চাঁদের আর আকাশের ছায়া ঘনিয়ে আসে সাগরের জলে | ঢেউগুলো যেন আর তত উদ্দাম নেই সকালের মত | তারা এই শান্ত পরিবেশে গা ভাসিয়ে দিয়েছে, হয়ত বা একটু পরে আবার দামাল হয়ে উঠবে | কিন্তু ঠিক এই মুহুর্তে তারা ধীরে ধীরে তীরে বালুতটে আছড়ে এসে পড়ছে | নীল জল বিবর্ণ হয়ে তামাটে হয়ে এসেছে | চাঁদের আলো অন্ধকারে ঢেউগুলোর মাথায় হীরের মত ঝলকাচ্ছে | বালির ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা ঝিনুকগুলো আর চোখে পড়ছে না | কিছু গাংচিল শেষ বারের মত ডানা ঝাপটে ঘরে ফিরে যাচ্ছে | দূরে জেটির উপর সারি সারি মোমবাতির মত ইলেকট্রিক বাল্বগুলি জ্বলে উঠছে | দূর থেকে ভেসে আসছে বাজনা আর হৈ হুল্লোড়ের আওয়াজ | অন্যদিকে শান্ত পাইনবনে ঠান্ডা হাওয়ায় গাছেদের ফিসফিসানির আওয়াজ পরিবেশটিকে আরও মনোহর ও মায়াময় করে তুলেছে | কিছু ছোট ছোট ছেলে মেয়ে শেষবারের মতো বালিতে আঁচড় কেটে ঘর বানিয়ে নিচ্ছে | জলের ধারে তখনো কিছু লোকেরা ধীরে ধীরে হেঁটে চলেছে | মন কোথায় হারিয়ে গেল জানি না | শুধু এই সমুদ্রের শান্ত নির্জন পরিবেশে আরও একবার প্রকৃতির মহিমা অন্তর থেকে অনুভব করলাম |
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন