কবিতাঃ তন্ময় গুপ্ত






কবিতাঃ


মিল 
তন্ময় গুপ্ত


বদ্ধ মনে শ্যাওলা জমে পড়তের পর পড়ত, 
সন্দেহের লিফাফায় অবিশ্বাসের মোহর ! 
বায়ুদূষণের মাত্রা বাড়ে, বাড়ে শিশুমৃত্যুর হার। 
ভ্রুনাবস্তায় মৃত হয় স্বপ্ন, পঙ্কিল হৃদয় - কবরস্থান। 
তবুও মিল। অন্তমিল, ছন্দমিল, শব্দমিল । 
মনের অমিলে দ্রুত বৃদ্ধি পায়। 
বলেছিলাম- ছন্দ ছাড়া হবো এবার 
পথের ধারে দাঁড়িয়ে আমি- আকাশচুড়া গাছের নীচে। 
ছন্দপতন হয়েই চলে, বেড়েই চলে প্রতীক্ষার কাল, 
তবুও মেলেনা – মিল।


1 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৯ জুলাই, ২০১৪ এ ৮:২২ PM

    তন্ময় গুপ্তর সুলিখিত কবিতা 'মিল' মনে কিছু প্রশ্ন জাগিয়ে দিয়ে গেল । কিছু অসাম্য,কিছু ব্যত্যয়,কিছু অসঙ্গতি,কিছু অবক্ষয়,মেলাতে পারে না,ভাবে তন্ময় ! ভাবায় লেখাটি বেশ।

    উত্তরমুছুন