কবিতাঃ
বোধ -প্রবোধ
দেবাশিষ সেন
সকাল থেকে দুপুর, বিকেল থেকে রাতে –
শতেক কথা অবিশ্রান্ত
আমার নীরবতার কথকতার সাথে।
যত আছে যুক্তি আমার অবোধেরই বোধে –
শব্দ নিয়ে করে খেলা
আবেগের উৎসমূলে আর অদৃশ্য প্রবোধে।
ইচ্ছেমত খেয়ালখুশি বাইছে পাকদণ্ডি
ভাবনারই চাওয়া পাওয়া
ভাঙ্গবে কি সাবেক সনাতনী গণ্ডী!
দস্যু কিছু আবেগ আমার বড়ই উশৃঙ্খল
হারানো দিনের হারানো সুরে
নজরবন্দি দীর্ঘশ্বাসের অভিমানী আগল।
দেবাশিষ সেনের 'বোধ-প্রবোধ' কবিতাটি অত্যন্ত মনোজ্ঞ একটি কবিতা । নিজের স্বগতোক্তির মাধ্যমে দেবাশিষ ভাই অনেক বড়ো এক ভাবনা জাগিয়ে গেলেন !
উত্তরমুছুন