কবিতাঃ অনুপম দাশশর্মা






কবিতাঃ

দাও ভরসার মুখ 
অনুপম দাশশর্মা

কি চাও ? ক্ষণিকের আদিখ্যেতা অথবা
দ্রুত শুকিয়ে যাওয়া একঘেয়ে স্বাধীনতা!
অধৈর্য্যের দাঁড়িপাল্লায় কেন যে বসাও
দিনান্তের নত পাতা,
ধরে নাও না মরুপ্রান্তর জীবন
প্রতি মুহূর্তে মরীচিকা অবলোকন…
কচলান চোখে মেখে নিও কিছু স্থিতিবোধ
দ্বিধার কাঁধে উপড়ে ফেলো
ফিরে পাবে সোনা রোদ।

এখন যদিও স্বার্থেরা ডিম পাড়ে
বর্ণাশ্রম ছাপিয়ে দু’কুল চেতনায় ঝুল পড়ে
এখন যদিও রাত্রির কোলে
স্বপ্নের ভ্রুণ ঘুমায়
তেমনি এখনি ভ্রান্তির কাছে সুবুদ্ধি মাথা নামায়।

তবুও তো দেখি চলকে ওঠা চায়ের কাপে
কারোর জোৎস্না চোখ
অপাপবিদ্ধ্ মানুষই তো হয় সেখানেই রাখো ঝোঁক।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন