কবিতা - রমা চোঙদার

ছিন্নবীণা
রমা চোঙদার

মাঘী পূর্ণিমার রাত চেয়ে দেখছে চুপচাপ
প্রেম জোছনায় তৃষিত কাতর চাতক নিরুত্তাপ!
অভিমানে দূরে সরে যাওয়া মন
প্রদীপের শিখার নিচে অন্ধকারের মতন,
হয় তো সে আলোর কাছে করতে চায় না আত্মসমর্পণ!
প্রেমিক হৃদয় ঝিনুকমালা গাঁথে কখন,
ছিঁড়ে ফেলতেই বাঁধভাঙা প্লাবন,
ঝরাপাতাদের মর্মরধ্বনি বলে গেল
প্রেমের আর একনাম অকালবর্ষণ!


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন