তুমি কেমন আছ ?
অজেয় বিক্রম শিবু
জানতে ইচ্ছে করে তুমি কেমন
আছো
নীল আকাশের গায়ে
রুপালি চাঁদের মায়াবী টিপ
সবুজ ঘাসের গায়ে
ভোরের শিশিরের স্পর্শ
গাছের সতেজ গায়ে
রোদের সোনালি ছোঁয়া
আর চঞ্চল বাতাসের সাথে সবুজ
পাতার নাচন
উদ্দাম সাগরের বুকে নদীর
দরদী চুমু,
নদীর চলমান বুকে
নৌকোর অবিরাম চলা
উন্মুক্ত জমির সাথে
লাঙ্গলের কাদাপানি খেলা
তুমি কি ঠিক তেমনি, তেমনি
আছো?
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন