কবিতা - জয়ন্ত মন্ডল

উবে যায় সুগন্ধ
জয়ন্ত মন্ডল

আর যা কিছু ভাবো ওকে ধরে রেখো,
আর যা কিছু ঘটুক-ওকে বলতে দিও |
ফুল-মিষ্টি-ধুপ-দেবার্ঘ নাই বা দিলে,
প্রাণ ভরে ওকে ভালবাসতে দিও |
মেঠো পথ দিও-আকন্দের সুগন্ধ,
ধানের ফুল দিও –বুকে আগলাক ও|
চোখের এপারে থাক কাজলের আল,
জানি আজ আছ, থাকবে কি কাল ?
জোনাকি আলোয় চেনা পথ যাবে ভুলে,
শিশির ভিজিয়ে পা আর নেবেনা ধুয়ে !
শহরে তোমার নাম রাত জাগা হোর্ডিং এ,
যাকে নিয়ে এত কথা-তার কথা জানে কে?














0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন