মধুপুর
শমীক জয় সেনগুপ্ত
অসমাপ্ত ট্রেন লাইন
জীবনের আঁক কষে চলে,
ভ্যানিশিং পয়েন্টে হাত রাখে
ক্লান্ত দুপুর।
এখনো ত' ট্রেন এসে
আমাদের নিয়ে যে গেলনা!
আভূমি আবদ্ধ পা-
আমাকে আঁকড়ে রাখে
রুখা মাটি আর মধুপুর।
প্লাটফর্ম থেকে দূরে
কে তুই দাঁড়িয়ে ছেলে?
তোর নাম শাল হতে পারে!
দেওতার থান থেকে
মানুষের প্রেম নিয়ে এলি...
মনেতে কুয়াশা থাক
তুই এলি ফাগুনকে নিয়ে।
আমার শীতের পরে
বসন্ত অসংলগ্ন আজ,
তবু তার রেশ রেখে
হুইসেলও বাজিয়েছে সুর।
আমাকে ত' কোলকাতা ফিরে যেতে
হবে
স্মৃতির বুকেতে রেখে এই মধুপুর।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন