কবিতা - শঙ্কর বন্দ্যোপাধ্যায়

তর্কাতীত 
শঙ্কর  বন্দ্যোপাধ্যায়

না না, এতে কোনই তর্ক নেই
     দুধ মাথিয়েই ননীর উৎপত্তি,
তবে তার নীচে পড়ে থাকে টক ঘোল
     এই কথাটাও ততোধিক খাঁটি সত্যি
না না, আমি তর্ক করব না
     মন্থন তোলে দুধের সাগরে ঘূর্ণী,
তবে কি না এও ঠিক কথা অতিশয়
     সবাই হয় না মাথন-ইচ্ছা-পুর্নি
না না, এতে কেন বিতর্ক হবে
     কেউ ননী, কেউ শুধু ঘোল নিয়ে যাবে !
যেমন নিয়েছে গরল ও অমৃত,
     সত্যি বলছি, যে যার ভাগ্যে খাবে
না না, এতে কোনই দ্বিমত নেই
     মাথনে মাথনে বাঁধন আলগা হবে,
সরে যাবে তারা ক্রমে দূর থেকে দূরে
     মিলেমিশে ছিল একসাথে বৈভবে
না না, আমি হিংসে করবো না
     ননীর ভান্ড যদি তোর ভাগে জোটে,
আমার ভাঁড়ারে টোকো ঘোল পড়ে থাক
     প্রতি চুমুকেই চুম্বন তোর ঠোঁটে


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন