লগন আসেনি...
অনুপম দাশ শর্মা
.
সে আছড়ে পড়ে খোলা দরজার সামনে, তবুও উচ্ছ্বসিত
শব্দের ভাষ্যপাঠে স্বাক্ষর যখন মেধা-লিপি
এধারে ওধারে ছড়িয়ে পড়ছে
নিজস্ব দ্যুতি.....তখনই
বিজ্ঞাপিত এক তোরণ পেরোবার আগেই
সজোরে সরিয়ে দেওয়া তাঁকে।
অথচ ঈর্ষার বান্দা হতে রাজী
ছিলনা কোনমতেই
তাই রেখা টেনে টেনে যাওয়া সমস্ত বারান্দায়
তাঁর শাব্দিক পরিক্রমণ
অভ্যাসের স্বাধীকার বজায় রেখেই।
.
বারবার সে দেখে বন্ধ দরজার ভেতরে
ছক বাঁধা নির্বাচনের উল্লাস
দূর্গম পাথুরে জমি কবেই পেরিয়েছে
স্বপ্নের ভেতর লাজুক খুশি
চোখের কোলে ভিজিয়ে ছিল
আদুরে সম্ভাবনাকে
ভেসে ওঠে চোখে কালিদাসের রূপকথা
বিড়বিড় ঠোঁট একই কথা বলে ওঠে
দশদিক থেকে আলো পড়লে
নৈঋত কোণও কী জোটেনা আমার..
সপ্রতিভ চেহারায় বেদনার রং লাগে
চলকে ওঠে বন্ধুবৃত্তের দেওয়া শুভনাম
তাও কেমন ধূসর চেহারা নিচ্ছে..
.
হে দেবগণ! আমায় না হয় দাও শাম্বের অভিশাপ
শেষ প্রান্তে কুড়িয়ে নেব
সূর্যমন্দিরের তৃপ্ত শিখা
নাহ্ সরল হয় না ভাগ্যের জট
অবাধ্য টানে শব্দের শ্রীবৃদ্ধি ঘটে
অবশ্যই বেহাল প্রাপ্তির ফাঁকা ঘট না দেখেও
তবুও সে প্রতিদিন অনিয়মের পরিখায় নামে
দূরে সানাইয়ের ধূনে চোখ ভেজায়
উপোসী শব্দেরা অভিযোগহীন চোখে
আশায় থাকে ইজাজত পাবার মেহফিল-এ
শুধু বাচিক শিল্পী জানতে পারেন না
অ-লক্ষীর বরপুত্র হাঁটছে সাদা হাঁসের পাশে পাশে
লগ্নহীন মগ্নতায়।
অনুপম দাশ শর্মা
.
সে আছড়ে পড়ে খোলা দরজার সামনে, তবুও উচ্ছ্বসিত
শব্দের ভাষ্যপাঠে স্বাক্ষর যখন মেধা-লিপি
এধারে ওধারে ছড়িয়ে পড়ছে
নিজস্ব দ্যুতি.....তখনই
বিজ্ঞাপিত এক তোরণ পেরোবার আগেই
সজোরে সরিয়ে দেওয়া তাঁকে।
অথচ ঈর্ষার বান্দা হতে রাজী
ছিলনা কোনমতেই
তাই রেখা টেনে টেনে যাওয়া সমস্ত বারান্দায়
তাঁর শাব্দিক পরিক্রমণ
অভ্যাসের স্বাধীকার বজায় রেখেই।
.
বারবার সে দেখে বন্ধ দরজার ভেতরে
ছক বাঁধা নির্বাচনের উল্লাস
দূর্গম পাথুরে জমি কবেই পেরিয়েছে
স্বপ্নের ভেতর লাজুক খুশি
চোখের কোলে ভিজিয়ে ছিল
আদুরে সম্ভাবনাকে
ভেসে ওঠে চোখে কালিদাসের রূপকথা
বিড়বিড় ঠোঁট একই কথা বলে ওঠে
দশদিক থেকে আলো পড়লে
নৈঋত কোণও কী জোটেনা আমার..
সপ্রতিভ চেহারায় বেদনার রং লাগে
চলকে ওঠে বন্ধুবৃত্তের দেওয়া শুভনাম
তাও কেমন ধূসর চেহারা নিচ্ছে..
.
হে দেবগণ! আমায় না হয় দাও শাম্বের অভিশাপ
শেষ প্রান্তে কুড়িয়ে নেব
সূর্যমন্দিরের তৃপ্ত শিখা
নাহ্ সরল হয় না ভাগ্যের জট
অবাধ্য টানে শব্দের শ্রীবৃদ্ধি ঘটে
অবশ্যই বেহাল প্রাপ্তির ফাঁকা ঘট না দেখেও
তবুও সে প্রতিদিন অনিয়মের পরিখায় নামে
দূরে সানাইয়ের ধূনে চোখ ভেজায়
উপোসী শব্দেরা অভিযোগহীন চোখে
আশায় থাকে ইজাজত পাবার মেহফিল-এ
শুধু বাচিক শিল্পী জানতে পারেন না
অ-লক্ষীর বরপুত্র হাঁটছে সাদা হাঁসের পাশে পাশে
লগ্নহীন মগ্নতায়।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন