উচ্ছাস অপাগা
লোপামুদ্রা মুখার্জি
অনেকটা রইল গভীরে খাদের অন্তরে
ঝর্ণা হয়ে গেল শ্যামলা পাহাড়ের থরে থরে,
কুয়াশায় ঘেরা পাহাড়ি পথের ছোঁওয়া
.
কেমন যেন সব ধোঁয়া ধোঁয়া।
সেই সব মেঘ মেয়েদের টিলা-মেঘের বাড়ি
কোমল আদরের তাতে দিচ্ছি পাড়ি
শ্যাম তুমি আছো শ্যামলতায় বিলীন
.
হতে চাই তোমাতেই বারংবার আঙ্গিন।
ওই দেখো, আমার আবেগের ক্ষয়
উচ্ছাস অপাগা কেমন তিরতিরে বয়।
বাঁধ দেবো আমি, দেবো আমি নিশ্চয়
পেয়ো নাগো শ্যাম তুমি, পেয়ো নাকো ভয়!
লোপামুদ্রা মুখার্জি
অনেকটা রইল গভীরে খাদের অন্তরে
ঝর্ণা হয়ে গেল শ্যামলা পাহাড়ের থরে থরে,
কুয়াশায় ঘেরা পাহাড়ি পথের ছোঁওয়া
.
কেমন যেন সব ধোঁয়া ধোঁয়া।
সেই সব মেঘ মেয়েদের টিলা-মেঘের বাড়ি
কোমল আদরের তাতে দিচ্ছি পাড়ি
শ্যাম তুমি আছো শ্যামলতায় বিলীন
.
হতে চাই তোমাতেই বারংবার আঙ্গিন।
ওই দেখো, আমার আবেগের ক্ষয়
উচ্ছাস অপাগা কেমন তিরতিরে বয়।
বাঁধ দেবো আমি, দেবো আমি নিশ্চয়
পেয়ো নাগো শ্যাম তুমি, পেয়ো নাকো ভয়!
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন