কবিতা - পলাশ কুমার পাল

একগুচ্ছ 
পলাশ কুমার পাল
)
ভাষাহীন বুক জীবনের সূচীপত্র
খুঁজে যাই স্মৃতির বইয়ে;
জীবন হেসে হেসে কাঁদে শুধু...
মুখোমুখি রাত্রির সঙ্গে শুভদৃষ্টিতে
বাসি রজনীগন্ধার সুবাসে ভাষাহীন বুক-
আঁকতে চায় কোন সে ছবি? 

)
শুনছো রাত আঁধার
ধীরে ধীরে নামে ঘাসের বুকে...
সবুজ স্বপ্নের শবযাত্রী
কাঁদবে বাতাস কাঁদবে ঘাস কাঁদবে হৃদয়
শুনছো রাত, তোমার শাড়িতে শিশিরের দাগে
 ব্যথা আঁকা আমি জীবনযাত্রী!

)
আশ্রয়হীন কবিতারা
কবিতারা টবের গাছ ; টবেই জন্ম, টবেই মৃত্যু...
নেই উঠান, নেই বাগান,
নীরব দীর্ঘশ্বাস বাতাসে ফুরায়-
শিকড়ের আস্বাদ পায় না পৃথিবী!


1 মতামত: