গল্প - উৎসব দত্ত




মুখোমুখি
উৎসব দত্ত 

ডেনিম জিন্সের সাথে ব্ল্যাক টিশার্ট আর সানগ্লাসে নিলয়কে দেখলে যেকনো মেয়ে ফিদা হবে। ট্রেনে ফাঁকা সিট পেয়ে জানলার ধারে বসেছে নিলয়। সানগ্লাসটা খুলে বুকপকেটে ঢোকাতে যাবে হঠাৎ সামনের সিটে দুজন এসে বসলেন। স্বামী স্ত্রী। ভদ্রলোক নিলয়ের বয়সী কিম্বা একটু বড়ই হবে। একটা বড় ব্যাগ নিয়ে উঠেছেন। ব্যাগটা ওপরে বাঙ্কারে রেখে নিলয়কে জিগেস করলেন ট্রেন কখন ছাড়বে। নিলয় কোনো উত্তর না দিয়ে ভদ্রলোকের স্ত্রীর দিকে হাঁ করে তাকিয়ে। কোনো উত্তর নেই। ভদ্রলোক বেশ বিরক্ত হয়েই বললেন
- কি দেখছেন ভাই?
নিলয় ভদ্রলোকের স্ত্রীর দিকে চেয়ে উত্তর দিল
- মিনি কেমন আছ?
ভদ্রলোক এবার বেশ রেগে গিয়েই বলে বসলেন
- এটা কি ইয়ার্কি হচ্ছে ভাই। পরস্ত্রীর সাথে ফাজলামো হচ্ছে।
ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। দুজনের মধ্যে কথা কাটাকাটিতে পাশের সিটের লোকজন এদিক ওদিক তাকাছে। নিলয় তখনো বলে যাচ্ছে -
- মিনি আমায় চিনতে পারছ না? তুমি এতটা বদলে গেলে কি করে? যাকে ছাড়া তোমার এক মুহূর্তও কাটত না, তাকেই তুমি ভুলে গেলে?
ভদ্রলোক এবার মারমুখী মেজাজে তেড়ে গেলেন নিলয়ের দিকে। চলন্ত ট্রেনে তখন প্রায় হিমশিম অবস্থা। স্বাভাবিক ভাবেই সহযাত্রীরা কটূক্তি করতে শুরু করেছে নিলয়কে। নিলয় চুপ।
এক সহযাত্রীর সহায়তায় ভদ্রলোক বউকে নিয়ে উঠে যাবেন জায়গা ছেড়ে। ভদ্রলোকের বউ নিলয়ের দিকে তাকিয়ে। ভদ্রলোক প্রায় হাত ধরে টেনেই নিয়ে গেলেন পাশের সিটে।
পরের স্টেশন আসতেই নিলয় নেমে গেলো। ভদ্রলোক মিনিকে জিগেস করলেন তুমি কিছু বললে না ছেলেটাকে? তোমায় এতক্ষণ বিরক্ত করে গেলো
মিনি বলল ওর নাম নিলয়। বাবা আমাদের বিয়ে দেয়নি। আমরা আর্ট কলেজে এক সাথে পড়তাম। তারপর তোমার সাথে আমার সম্বন্ধ হয়ে গেলো


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন