কবিতা - জয়ন্ত মন্ডল



মৃত্যু স্বাধীনতা
জয়ন্ত মন্ডল

মৃত্যু স্বাধীনতা কেড়েছ আমার,
বলেছ এ মহাপাপ |
বাঁচার জন্য নেইকো অন্ন,
নেইকো কোন কাজ |
হাড়হাভাতে দু’বেলা আমি
পেট পুরে যদি পাই
ছেলেপুলে সংসার,
কী করে তা ভুলে যাই |
চোখগুলো চকচকে,
বাঁচার আশায়,
রোজ আশা নিরাশায়
কী করে বাঁচাই |
ভগবান আছো নাকি?
কেন ভুলে যাই-
এত ডাকি তবু কেন
কোন সাড়া নাই ?
কেন তবে বল তুমি,
আত্মহত্যা মহা-পাপ !
স্বেচ্ছা মৃত্যু্তে মেলে কারও
মহা পুণ্যের স্বাদ |


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন