কবিতা - তন্ময় গুপ্ত



কিশলয়ের জন্ম
তন্ময় গুপ্ত 

আমার একদা প্রিয়জন
যারা এখনও জীবিত
তাদের মৃত্যুশোক আমায় বিচলিত করে।
শুন্যাবস্থায় অনুভব করি সে বিয়োগব্যাথা।
পেয়েও না পাওয়ার যন্ত্রণা স্তিমিত হয়।
বুঝি। সম্পর্কটাই গেছে মরে।
শব আগলানোর দায় নেয় না কেউ।
অবহেলিত তাই আত্মার সংযোগ সেতু।
জীর্ণ থেকে ভগ্ন, তবুও প্রত্যাশা-
গলিত শবদেহ রস জন্ম দেবে
কোন সজীব সতেজ কিশলয়ের।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন