প্রাচীন
শমীক জয় সেনগুপ্ত
আমার নিজের কোনও ইতিহাস নেই।
ওই যে মগডালে পা ছড়িয়ে,
ভাত ঘুম সেরে
নিশিযাপন
করতে
উঠেছে
প্যাঁচার
দল-
আমার ব্যাক্তিগত ইতিহাস ওদের থেকেও প্রাচীণ।
এই যে মাঝরাতে সুপ্তিমগ্ন শহরের বুকে
শুক্তির
মত
বেড়ে
ওঠে
প্রেম আর কালো টাকা
তাকে
ঢাকতে
বাজি
ফাটাই!
পড়তে না বসলে
এখনো মা রাগ করে-
কেন করে?
রাত বাড়ে রাঁঢ়েদের বিরহের নামে..
আর দুচোখের স্বপ্নরা সামনের মগডালে
দোল খাওয়া প্যাঁচাদের মত
লক্ষ্মীর
ছাপ
আঁকে
সুখে
আর
শোকে।
তারপর একদিন
আচমকা বাজির আওয়াজে
উড়ে যায় চলে যায়
ঠাঁইনাড়া
হয়ে
আরো
এক
ইতিহাসে
মুখ
গুঁজে
দিতে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন