কোনও একটি পত্রিকা প্রকাশ হল, অথচ সম্পাদকীয় নেই – কেমন হবে
ব্যাপারটা? এই যে নামীদামী দৈনিক সংবাপত্রগুলির তা-বড়ো তা-বড়ো বিজ্ঞাপন নজরে আসে,
ঘোষণা থাকে, দৈনিক এত কপি বিক্রি! দৈনিক এতজন পড়ছে! ধরুন, স্বচ্ছ সমীক্ষা চালানো
হল, ওই দৈনিক অতজন যে পড়লেন পত্রিকাটি, কতজনে সম্পাদকীয় কলামটি পড়লেন? একই সমীক্ষা
চালানো যেতে পারে, দৈনিক না হয়ে সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক
সকলের ক্ষেত্রেই। থামুন মশায়, একটু থামুন। অঙ্ক দেখে চোখ আর কত ওপরে উঠতে পারে,
কপাল আছে যে!
আর কে না জানে, কপালের নাম গোপাল। সম্পাদকীয় না থাকলে
পত্রিকা বেরোয় না, বেরোলে আবার তার দিকে তাকায় না কেউ! কী গেরো...
ছাড়ুন, অত গভীরে না ঢুকলেও চলবে। শীত আসি আসি করছে। এমন
আবহে বরং নজর থাকুক চিলেকোঠায়, তার ওয়েবজিনের পাতায় পাতায়, প্রতিটি বিভাগে। ভালো
কথা, চালু হল নতুন বিভাগ, “ধারাবাহিক”। স্বস্তি এখন প্রতি কিস্তিতে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন