বেদনা
পারমিতা
চ্যাটার্জী
আকাশের অনেক তারার মতন
আমি তোমায় ভালোবেসেছিলাম,
তোমায় ভালোবেসেছিলাম
আমার নিঃস্তব্ধ নীরবতার
একটি গোপন কোণে।
পাহাড়ের ঢাল দিয়ে নাম না জানা নদী
যেমন বয়ে চলে ঠিকানাবিহীন পথে,
তার দু পাড়ের নরম মাটিতে লেখা থাকে
সাক্ষীহীন অজস্র ইতিহাস,
তোমার আমার ভালোবাসা বয়ে চলেছিল
এক অজানা সমান্তরাল পথ দিয়ে।
নোঙর ফেলার কোন জায়গা পায়নি,
সময়ের সাথে সাথে বিবর্তনের মধ্য দিয়ে
চলতে চলতে, আম, জাম, বটের পাতার মতন
তারাও ঝরে পড়েছে সমান্তরাল পটভূমিতে।
পরবর্তী প্রজন্মের সুখ দুঃখ আনন্দের সাথে
মিশে গেছে দুটি মনের অপূর্ণ চাহিদা।
এমন কোনও প্রত্নতাত্ত্বিক তো নেই
যারা মনের মাটি খুঁড়ে ভালোবাসার
ইতিহাসকে সামনে আনবে?
শুধু অনেক অনেক দিন পর
যদি কখনও কখনও দেখা হয়,
দুজনে তাকিয়ে থাকি
দুজনের দিকে কিছু না পাওয়ার বেদনা নিয়ে।
আমি তোমায় ভালোবেসেছিলাম,
তোমায় ভালোবেসেছিলাম
আমার নিঃস্তব্ধ নীরবতার
একটি গোপন কোণে।
পাহাড়ের ঢাল দিয়ে নাম না জানা নদী
যেমন বয়ে চলে ঠিকানাবিহীন পথে,
তার দু পাড়ের নরম মাটিতে লেখা থাকে
সাক্ষীহীন অজস্র ইতিহাস,
তোমার আমার ভালোবাসা বয়ে চলেছিল
এক অজানা সমান্তরাল পথ দিয়ে।
নোঙর ফেলার কোন জায়গা পায়নি,
সময়ের সাথে সাথে বিবর্তনের মধ্য দিয়ে
চলতে চলতে, আম, জাম, বটের পাতার মতন
তারাও ঝরে পড়েছে সমান্তরাল পটভূমিতে।
পরবর্তী প্রজন্মের সুখ দুঃখ আনন্দের সাথে
মিশে গেছে দুটি মনের অপূর্ণ চাহিদা।
এমন কোনও প্রত্নতাত্ত্বিক তো নেই
যারা মনের মাটি খুঁড়ে ভালোবাসার
ইতিহাসকে সামনে আনবে?
শুধু অনেক অনেক দিন পর
যদি কখনও কখনও দেখা হয়,
দুজনে তাকিয়ে থাকি
দুজনের দিকে কিছু না পাওয়ার বেদনা নিয়ে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন