কবিতা - জয় ভট্টাচার্য



ভিক্টোরিয়ার পরী যেমন ঘুরতে ভুলে গেছে
জয় ভট্টাচার্য

আজকাল আমারও খুব ভুলোমন হয়েছে। মাঝে মাঝেই ডায়েরি'র পাতা খুলে রেখে ঘুমিয়ে পড়ি! একটু আগেই ফোন'এ কথা হলো তোমার সাথে, অথচ ভুলে গিয়ে আবার ডায়াল করি তোমাকেই! চাঁদ'এর দিকে তাকিয়ে চিৎকার করে বলি- আয়, কাছে আয়... ভুলে যাই নির্বাক চাঁদ সাড়া দিতে শেখেনি এখনো!!
জানি, এত ভুলোমনা হলে চলে না। তবু....


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন