উত্তমাশা
শর্মিষ্ঠা ঘোষ
দুহাত উপচে পড় আনন্দ রূপ
লাবডুব কূলপ্লাবী হাহা হাসি গান
কবিতা লাবণ্যপ্রভা মুক্ত চোখে মুখে
কাঁধে হাত সোহাগিনী ব্যালে ছন্দে নাচো
আবর্তন গতি জানে বৃত্ত পরস্বর
চুম্বন ঘৃণায় রক্তে শ্বেত পতাকায়
চক্রবত ভালোবাসো এবং বিপ্রতীপ
ঋতুর আঠার মত চাওয়া লেগে থাকে
আমাদের সাদা কালো বোড়ে মন্ত্রী রাজা
মাত খায় মাত দেয় যেমন মর্জি
সাপুড়ে ও বেদেনীর খেলা চোখে চোখে
এক দিঠি শুকসারি রাধা অন্য জন
তোমার ক্রান্তীয় হোক কিমবা বিষুব
কষ্ট কণা তিল তিল বদ্বীপ গড়েছে
পলকা বসত নামা মাটি টলমল
পাক্ষিক উত্তমাশা বাকি অবক্ষয়
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন