স্বেচ্ছা নির্বাসন
গৌতম সেন
গৌতম সেন
মউল বনে গন্ধ
আমার ঘরে শীত পায়েসের
বাস!
সুগন্ধি চাল আর শাল-মহুয়ার
বন
দুই বিপরীত আবাদ,
প্রাকৃত অরণ্য একে, অন্যটা
সযতনে চাষ।
তেমনই প্রজাত এই
মানবসম্পদ,
সুবাসিত জীবন যেখানে যত্নে
লালন করে
অতি উপাদেয় প্রাণ
–
কিছু মানুষ কোথাও
কোথাও জন্ম নেয়
অরণ্য, গাছ-আগাছারই মত,
তারা অবহেলায় ছড়ায়
কৈশোরে, যৌবনে
মানুষেরই ঘ্রাণ।
যত্নে লালিত মানুষ
দেখেছি দলে দলে,
তারা অনেক সীমিত, চতুরতা
প্রতি স্তরে স্তরে
দুর্বলতা ঢাকে প্রতি পদে,
সব পেয়েছির আসর
বসায় সর্বহারার গানে
–
অথচ... ওই না পাওয়ার দল - সাবলীল
তারা
তাদের মন-মউলের গন্ধে
এখনও ম ম করে
চরাচর।
কুণ্ঠা জাগে মনে
অপাংক্তেয় আমি তাদের ঘরের
কোণে –
সেই অযত্ন- অবহেলার
দলে
বিষ মেশেনি এখনও
কোনও বিষাক্ত কোলাহলে।
অজানা সে অঞ্চলে খুঁজে
নেব স্বেচ্ছা নির্বাসন।
Valo laga ofuran
উত্তরমুছুনBesh laglo kintu.
উত্তরমুছুনখুব ভাল লাগল
উত্তরমুছুন