কবিতা - অরূপ



রূপক
অরূপ

এক আকাশ অভিমান
এক দিগন্ত অনুরাগ
এক নদী কান্না
এক রোদ্দুর হাসি
এক রাত্রি দুঃখ
এক সমুদ্র আনন্দ
এক চিলতে ঝগড়া
এক সকাল বিশ্বাস
এক বুক আঘাত
এক অরণ্য আদর
এক সন্ধ্যে প্রতীক্ষা
এক দিন মিলন
এক সবুজ প্রেম
এক জীবন ভালবাসা |
                      



0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন